স্কিল অলিম্পিক

বিভিন্ন পেশায় দক্ষতার স্বীকৃতি দিতে দু’বছরে এক বার হয় ‘স্কিল অলিম্পিক’। এ বছর বসেছিল আবু ধাবিতে। প্রতিযোগিতায় অংশ নেন ৫৯টি দেশের ১৩০০ জনেরও বেশি প্রতিযোগী। গত ২০০৭ সাল থেকে অংশ নিতে শুরু করার পরে এ বছরেই বিশ্ব দক্ষতা প্রতিযোগিতার মঞ্চে সেরা ফল করল ভারত। ২৮ জন ভারতীয় প্রতিযোগীর মধ্যে রুপো ও ব্রোঞ্জ জিতলেন দু’জন এবং আরও সাত ভারতীয়ের সঙ্গে বিশেষ স্বীকৃতি অর্জন করলেন পশ্চিমবঙ্গের দুই প্রতিযোগী, রহিম মোমিন ও আসরফ জামাল। যার মধ্যে পেস্ট্রি ও কনফেকশনারি তৈরির পেশায় রুপোর পদক জিতেছেন দিল্লির মোহিত দুদেজা। ‘প্রোটোটাইপ’ এ ব্রোঞ্জ পেয়েছেন কর্নাটকের কিরণ সুধাকর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*