নয়াদিল্লীতে শুটিং বিশ্বকাপ ফাইনাল

নয়াদিল্লীতে ISSF বিশ্বকাপ ফাইনালে হাঙ্গেরির ইস্তভান পেনি স্বর্ণপদক অর্জন করেন। বুধবার পুরুষদের ১০মি এয়ার রাইফেল শুটিং-এ তিনি এই কৃতিত্ব অর্জন করেন। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন রবিকুমার। তিনি ১০মি এয়ার রাইফেল শুটিং এর ফাইনালে উঠেছিলেন কিন্তু শেষের দিকে স্থান অর্জন করেন। মঙ্গলবার জিতুরাজ এবং হিনা সিধু মিক্সড ডাবলসে ১০মি এয়ায় পিস্তল ইভেন্টে স্বর্ণপদক পান।
২০ বছরের হাঙ্গেরির পেনি ২৪৯.৮ স্কোর করে সোনা জেতেন। যেখানে বেলারুশের ভিতালি বুবনোভিচ ২৪৯.৫ স্কোর করে সিলভার পদক পান। হাঙ্গেরির শুটিং লিজেন্ড পিটার সিডি ব্রোঞ্জ পদক লাভ করেন।
মেয়েদের ১০মি রেঞ্জের শুটিং এ সোনা জয় করেন ফ্রান্সের সেলিন গোবারভিল্লি ২৪০.৯ স্কোর করে। চিনের ইউমেই লিন ২৩৭ স্কোর করে সিলভার পদক লাভ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*