বাংলায় বিপুল লগ্নির সম্ভাবনা নিয়ে হচ্ছে শিল্প সম্মেলন

শিল্পের আবহেই চতুর্থ বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন শুরু হতে চলেছে। শালবনিতে আজ জিন্দালদের কারখানা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ঢাকে কাঠি পড়ল। ১৫ই জানুয়ারী,২০১৮ সোমবার সন্ধ্যায় ইকোপার্কে শিল্পপতিদের নিয়ে নৈশভোজে থাকবেন মুখ্যমন্ত্রী। পরদিন ১৬ই জানুয়ারী,২০১৮ রাজারহাট নিউটাউন কনভেনশন সেন্টার শিল্প জগতের মহারথীদের উপস্থিতিতে উজ্জ্বল থাকবে। জিন্দাল, মিত্তাল, আম্বানি, আদানি – এইসব বিজনেস টাইকুন্দের বিপুল লগ্নির সম্ভাবনা রাজ্যের।
রাজনৈতিক স্থিতাবস্থা, অনুকুল পরিবেশ, উন্নত প্রযুক্তি, মেধা, অত্যাধুনিক পরিকাঠামো এইসব পরিবর্তনের মধ্যে দিয়ে আস্তে আস্তে সেজে উঠছে বাংলা। এখন আরও বিনিয়োগের সম্ভাবনা বাস্তবায়িত হবে। এভাবে নতুন বছরে কর্ম সংস্থানের লক্ষ্যে “এগিয়ে বাংলা”। জানুয়ারীর ১৬-১৭, এই দু’দিনের শিল্প সম্মেলনে বিনিয়োগ ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যমে বিশ্ববাংলার স্লোগান যেন আরও বেশি যথাযথ হয়ে উঠবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*