চাঙ্গা হলো শেয়ার বাজার

বাজেট পেশের এক সপ্তাহ পর মাথা চাড়া দিলো শেয়ার বাজার। বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক নিফটিতে বুধবার সবুজ সংকেত নজরে আসে। আড়াইশো পয়েন্টেরও বেশি উপরে ওঠে সেনসেক্স।

প্রসঙ্গত, বাজেট পেশের দিন সকালের দিকে শেয়ার বাজার ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু, পরে ক্রমশ পড়তে থাকে বাজার। এরপর থেকে টানা পড়ছিল শেয়ার সূচক। এর জেরে আতঙ্ক ছড়ায় বিনিয়েগকারীদের মধ্যে। শেয়ার বিক্রির হিড়িক পড়ে যায়। এসব কারণে ধাক্কা খায় দেশের শেয়ার বাজার। মঙ্গলবার প্রায় ১২৭৫ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স সূচক। গত বৃহস্পতিবার বাজেট পেশের আগে ৩৬,০০০-এর উপরে ছিল সেনসেক্স। ধীরে ধীরে পতনের পর গতকাল তা নেমে আসে ৩৩,০০০-এর ঘরে।

সেই পরিস্থিতি কাটিয়ে আবারও ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে শেয়ার সূচক। গতি ফিরে পাওয়ায় খুশি শেয়ারের কারবারীরা। বাজার খোলার সময় বুধবার সকালে সেনসেক্স সূচক ছিল ৩৪,৫৬৩.১০ পয়েন্ট। কেনাবেচা শুরু হয় ৩৪,৪৬০.৪০ পয়েন্টে। যা ২৬৪.৪৬ বা ০.৭৭ শতাংশ বেশি। বাজার খোলার সময় নিফটি ছিল ১০,৬০৭.২০ পয়েন্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*