সেভেন সামিট আরোহণের বিরল কৃতিত্ব অর্জন বাঙালী পর্বতারোহী সত্যরুপ সিদ্ধান্তের

প্রথম অসামরিক বাঙালী হিসেবে সেভেন সামিট করলেন সত্যরুপ সিদ্ধান্ত ৷ সাতটি মহাদেশের সাতটি উচ্চতম শৃঙ্গ আরোহণের বিরল কৃতিত্ব অর্জন করলেন তিনি।
২০১২ সালে দক্ষিন আফ্রিকার কিলিমাঞ্জারো দিয়ে শুরু ৷ তারপর এক এক করে এশিয়া, ইউরোপ, উত্তর ও দক্ষিন আমেরিকা, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৄঙ্গ আরোহণের পর আজ আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ভিন্সন ম্যাসিফ সামিট করলেন সত্যরুপ সিদ্ধান্ত৷

স্বপ্ন সফল করার জন্য দিনরাত এক করে পরিশ্রম করে গেছেন তিনি৷ সারাদিনে একসাথে দুটো অফিসে কাজ করেই অভিযানের টাকা সংগ্রহ করতে হয়েছে তাকে ৷ নিলামে চড়াতে হয়েছে বেশ কিছু পছন্দের জিনিসপত্রও ৷ এই অভিযানে খরচ হবে মোটামুটি প্রায় ৬৬ লক্ষ টাকা ৷ সেভাবে কোনো সরকারী সাহায্য পাননি তিনি ৷ তবে বেসরকারী সাহায্য কিছু পেয়েছেন ৷ পাশাপাশি বেশকিছু বেসরকারী সংস্থা আর্থিক সাহায্যে এগিয়ে এসেছেন ৷ তারপরেও ৩০ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে লোন নিতে হয়েছে তাকে ৷

৩০ নভেম্বর রাত্রি নটায় কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিয়েছলেন তিনি ৷ মুম্বাই আমস্টারডাম হয়ে চিলি পৌঁছেছেন ৷ ৭ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে মুল অভিযান ৷ সবমিলিয়ে লাগবে প্রায় ৫০ দিনের মত ৷ তবে এই অভিযান শুধু ভিন্সন ম্যাসিফেই শেষ নয় তালিকায় রয়েছে আরো অনেক কিছু ৷ ভিন্সন ম্যাসিফ আরোহণের পর দক্ষিন মেরুর ৮৯ ডিগ্রি থেকে ৯০ ডিগ্রি প্রায় পর্যন্ত প্রায় ১১১ কিলোমিটার পথ স্কি করে পাড়ি দিতে হবে তাদের ৷ তার সাথে রয়েছেন অন্যান্য দেশের আরো পাঁচ পর্বতারোহী ৷ তারপর চিলির মাউন্ট টার্ন, সিয়েরা হার্মানোস, কোপিয়াপো আগ্নেয়গিরি, ওজোস দেল সালাদো ও আর্জেন্টিনা চিলি সীমান্তে ট্রেস ক্রুসেস আরোহণ করার পরেই ২২শে জানুয়ারী কলকাতায় ফিরবেন তিনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*