নতুন রেকর্ড সেনসেক্সের

প্রথমবার ৩৫ হাজারের ঘর টপকালো সেনসেক্স। পাশাপাশি রেকর্ড গড়ল নিফটিও। ১০,৮০৩ অঙ্কে উঠে নতুন রেকর্ড গড়লো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক।

প্রসঙ্গত, বুধবার সকালের প্রথম দিকে কিছুক্ষণ তেমন সাড়া না দিলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে চড়তে থাকে সূচক। বেলা ২.৪০ মিনিট নাগাদ তা ২৩১.৭৩ পয়েন্ট উঠে পৌঁছয় ৩৫,০০২.৭৮-তে। সর্বকালীন রেকর্ড গড়ে সেনসেক্স। দিনের শেষে ৩১০ অঙ্ক বেড়ে বেচাকেনা বন্ধ হয় ৩৫০৮১.৮২-পয়েন্টে।

যদিও নিফটি ১০,৮০০-র ঘর ছাড়ালেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। এদিন বাজার বন্ধের সময় নিফটি ছিল ১০,৭৮৮.৫৫-এ। আর এদিন সেনসেক্সের এমন সাফল্যের পর বোম্বে স্টক এক্সচেঞ্জে উৎসবের আবহ। কেক কেটে সাড়ম্বরে পালিত হলো দিনটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*