ভি.শান্তারামের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ গুগল ডুডল, শ্রদ্ধাজ্ঞাপণ লতা মঙ্গেশকরের

কিংবদন্তী ভারতীয় পরিচালক, প্রযোজক ও অভিনেতা শান্তারাম রাজারাম ভাঙ্কুদরের ১১৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানাল গুগল। শনিবার সার্চ ইঞ্জিন গুগলে ঢুকলেই শান্তারামের পরিচালিত জনপ্রিয় তিনটি ছবির দৃশ্য ভেসে উঠছে ৷ তাঁর পরিচালিত ‘অমর ভোপালি’, ‘ঝনক ঝনক পায়েল বাজে’ এবং ‘দো আঁখে বরা হাত’ ছবি তিনটি ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলস্টোন। ১৯০১ সালে ১৮ই নভেম্বর মহারাষ্ট্রের কোলাপুরে জন্ম শান্তারামের৷ সিনেমার জগৎই ছিল তাঁর ধ্যানজ্ঞান। ১৯২৯ সালে তৈরি করেন প্রযোজনা সংস্থা ‘প্রভাত ফিল্ম’৷ এই প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘অয়োধ্যাচে রাজা’৷ ছবিটি মারাঠা ভাষায় নির্মাণ করা হয়েছিল৷ কিন্তু ১৯৪২ সালে সেই কোম্পানি ছেড়ে শান্তারাম তৈরি করেন রাজকমল কলামন্দির৷ ১৯৪২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত এই ব্যানারে একের পর ছবির পরিচালনা ও প্রযোজনা করেছেন শান্তারাম৷ শুধু তাই নয়, মারাঠী ছবি ‘মানস’ এর জন্য প্রশংসা কুড়িয়েছিলেন চার্লি চ্যাপলিনের কাছ থেকেও। পাশাপাশি অভিনেতা জিতেন্দ্র ও অভিনেত্রী রাজশ্রী, ভি.শান্তারামের হাত ধরেই বলিউড জগতে পা রাখেন। ভারতীয় সিনেমাকে সাদা-কালো যুগ থেকে রঙীন জমানায় নিয়ে আসার ক্ষেত্রে শান্তারাম অগ্রণী ভুমিকা পালন করেছিলেন ৷ চলচ্চিত্র জগতে তাঁর অসামান্য অবদানের জন্য ১৯৮৫ সালে তাঁকে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে সম্মানিত করা হয়৷ এছাড়াও দেশ বিদেশের বহু পুরস্কার আছে তাঁর ঝুলিতে৷ ১৯৯০ সালের ৩০শে অক্টোবর মুম্বইতে মারা যান তিনি৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুর দু’বছর পর ১৯৯২ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়৷ শনিবার বিশিষ্ট চিত্র পরিচালকের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপণ করেন সুরের সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। এদিন তিনি ট্যুইট করে বলেন ”আমার পিতার সমান, মহান চিত্র নির্মাতা ও নির্দেশক ভি শান্তারামের জন্মবার্ষিকী। আমি বিশিষ্ট ব্যক্তিটিকে আমার প্রনাম জানাই।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*