রোজার উপবাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম, তিনদিনে মৃত ৬৫

বিশেষ প্রতিনিধি, 

পাকিস্তানের করাচিতে গত ৩ দিনে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে৷ যে ৬৫ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে, তারা প্রত্যেকেই হিট স্ট্রোকে মারা গিয়েছেন বলে খবর৷ স্থানীয় সংবাদপত্রগুলি জানিয়েছে সোমবার করাচির তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। গত তিনদিনে ওই এলাকায় তাপমাত্রা প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বোচ্চ তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ প্রশাসনের তরফ থেকে ঠান্ডা জল, এমনকি বরফও বিলি করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে৷ রাস্তায় বেরোতে মানা করা হয়েছে এলাকার মানুষকে ৷

এর সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। রোজার মধ্যে বিদ্যুৎ না থাকায় নিদারুণ কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে মানুষকে৷ মঙ্গলবার এখবরের সত্যতা স্বীকার করেছে স্থানীয় প্রশাসনও৷ প্রসঙ্গত, ২০১৫ সালে এই হিট স্ট্রোকেই ১৩০০ জনের মৃত্যু হয়েছিল৷ সেই পরিস্থিতি যাতে আর না হয়, তার জন্য ব্যবস্থা নিচ্ছে প্রশাসন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*