বোল্টকে সামলানো বড় পরীক্ষাঃ রোহিত

Indian cricketer and Mumbai Indians team captain Rohit Sharma speaks during a news conference in Mumbai on May 22, 2017. Mumbai Indians won the 2017 Indian Premier League (IPL) Twenty20 final cricket match against Rising Pune Supergiant in Hyderabad on May 21, the first team to win the IPL three times in its ten-year history. GETTYOUT / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / AFP PHOTO / PUNIT PARANJPE / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT

দেওয়ালীর ছুটি শেষ, কোহলিরা নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ওয়াংখেড়েতে নেমে পড়লেন। রবিবার সিরিজের প্রথম ম্যাচ। নুয়ান কুলশেখরার বল লং অনের উপর দিয়ে উড়িয়ে দিয়ে যে সে দিন জাতীয় নায়ক হয়ে উঠেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০১১ বিশ্বকাপ ফাইনালে তাঁর সেই কাপ জেতানো ছয়ের কথা তাঁর ভুলে যাওয়ার কথা নয়। তার পরে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে যত বার নেমেছেন ধোনি, ততবার সেই ওভার বাউন্ডারির স্মৃতি তাজা হয়ে উঠেছে। শুক্রবার ওয়াংখেড়ের নেটে তাঁর সেই বিখ্যাত ছয় দেখা গেল আবার। এক নেট বোলারকে সেই লং অনের উপর দিয়েই সোজা গ্যালারিতে পাঠালেন। প্রাক্তন ভারত অধিনায়ক বোঝাতে চাইলেন, ছ’বছর আগের মতো রবিবারও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকাতে তিনি মরিয়া। বিশ্বকাপ ফাইনালের সেই ইনিংস (৯১ নটআউট) ছাড়া অবশ্য ধোনির ওয়াংখেড়েতে তেমন কোনো স্মরণীয় ইনিংস নেই।
ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘‘বাঁহাতি সিমারের বিরুদ্ধে ভাল ব্যাট করা ব্যাটসম্যানদের কাছে সব সময়ই বড় চ্যালেঞ্জ। বোল্টই ওদের এক নম্বর বাঁহাতি পেসার। তাই ওকে সামলানো আমাদের বড় পরীক্ষা।’’ তাই শুক্রবার বিরাট কোহালিদের নেটে আকর্ষণ ছিল সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরের বোলিং। অর্জুন বাঁহাতি বোলার। অর্জুনের বিরুদ্ধে ব্যাটিং অনুশীলন হয়তো নিউজিল্যান্ডের বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্টের মুখোমুখি হওয়ার কাজে লাগবে। গত বছর ভারত সফরে এসে ১১ ইনিংসে ১৭ উইকেট নিয়েছিলেন বোল্ট। চারটি ওয়ান ডে-তে ছ’উইকেট পান তিনি। সেই বোল্টই চিন্তার কারণ হতে পারে বলে মনে করছেন রোহিত শর্মা। ভাল ব্যাটিং করার পাশাপাশি সহ অধিনায়ক হিসেবে ক্যাপ্টেনকে সাহায্য করাটা রোহিতের এ বার বাড়তি দায়িত্ব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*