তিনটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত মোট ২১

খাদে গাড়ি পড়ে কমপক্ষে ৮ জনের মৃত্যু হল। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলার সাওয়ালাতে। জানা গেছে, গাড়িটি পিথোরাগড় থেকে টনকপুর যাচ্ছিল। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

এর আগে চলতি মাসের ১ তারিখে নৈনিতালে কানালে বাস পড়ে ৪ ভ্রমণার্থীর মৃত্যু হয়েছিল। এই ঘটনায় এক মহিলা গুরুতরভাবে জখম হয়েছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে যান স্থানীয় প্রশাসনের কর্মীরা।

এদিকে আজ সকালেই মধ্যপ্রদেশের আলিরাজপুরে বালিবোঝাই ট্রাক উল্টে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনাটি ঘটেছে আলিরাজপুরের খান্দোয়া-বরোদা হাইওয়েতে। জানা গেছে, বালিবোঝাই ট্রাকটিতে ১৬ জন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। বাকিদের আলিরাজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের আঘাত ততটা গুরুতর নয় বলে জানা গেছে।

অন্যদিকে, এদিন ভোরে মহারাষ্ট্রের পালঘরে একটি গাড়ি গাছে ধাক্কা মারে। ঘটনায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*