দক্ষিণ আফ্রিকায় টি-২০ দলে সুরেশ রায়না

জোহানেসবার্গে শেষ টেস্টে ভারত দক্ষিণ আফ্রিকাকে হারালেও সিরিজে ২-১ পরাজিত হয়। এরপর ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ খেলবে। ফেব্রুয়ারী ১ তারিখে শুরু হবে প্রথম ওয়ানডে ডারবানে। তারপর দ্বিতীয় ওয়ানডে ফেব্রুয়ারী ৪, সেঞ্চুরিয়ান। ফেব্রুয়ারী ৭, তৃতীয় ওয়ানডে, কেপ টাউন। ফেব্রুয়ারী ১০, ৪র্থ ওয়ানডে, জোহানেসবার্গে। ফেব্রুয়ারী ১৩, ৫ম ওয়ানডে, পোর্ট এলিজাবেথ। ফেব্রুয়ারী ১৬, ৬ম ওয়ানডে, সেঞ্চুরিয়ান।

টি-২০ ম্যাচ শুরু হবে ফেব্রুয়ারী ১৮, জোহানেসবার্গে। দ্বিতীয় টি-২০ ফেব্রুয়ারী ২১, সেঞ্চুরিয়ান এবং তৃতীয় টি-২০ ফেব্রুয়ারী ২৪ ,কেপ টাউন।

ভারতের একদিনের দল আগেই ঘোষণা হয়ে গিয়েছিলো । বিসিসিআই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ দল ঘোষণা করল । আর প্রায় এক বছর পর টি২০ দলে ফিরলেন সুরেশ রায়না। ২০১৭র ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচ খেলেছিলেন রায়না। তার পর চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। তিন ম্যাচের সিরিজের জন্য ১৬ সদস্যের দলে রায়না ছাড়াও জয়দেব উনাকট, শার্দুল ঠাকুরা জায়গা পেয়েছেন।

একদিনের ভারতীয় দল –

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, অজিঙ্ক্য রাহানে, শ্রেয়স আয়ার, মণিশ পান্ডে, কেদার যাদব, দিনেশ কার্তিক, এম এস ধোনি (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, যুযুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া,মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুর।

টি২০ ভারতীয় দল –

বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক),শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, এমএস ধোনি (উইকেট কিপার), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া,মণিশ পান্ডে, অক্ষর পটেল, যুযুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, জয়দেব উনাদকট, শার্দূল ঠাকুর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*