ইয়েদুরাপ্পার কটাক্ষের জবাব দিলেন কংগ্রেস সভাপতি

কর্নাটকে ভোটপ্রচারে গিয়ে একের পর এক মন্দির, ধর্মস্থান সফরে যাচ্ছেন রাহুল গান্ধী। আর সেই সফর নিএই ময়দানে নামলো বিজেপি। তিনি নরম হিন্দুত্ব অনুশীলন করছেন, বলে কটাক্ষ করছে তারা। কিন্তু রাহুল গান্ধী উত্তরে বলেন নিন্দার পাল্টা সাফাই দিচ্ছেন বিরোধীরা, মন্দিরে যেতে ভাল লাগে। তাই যেখানেই দেখি ধর্মস্থান, সেখানেই যাই। আমার আনন্দ হয়, সুখ পাই। ভবিষ্যতেও যাব।
কর্নাটকে ৪ দিনের প্রচারে থাকা রাহুল রাজ্য বিজেপি সভাপতি বি এস ইয়েদুরাপ্পার কটাক্ষের জবাব দিচ্ছিলেন। ইয়েদুরাপ্পা ট্যুইটে তাঁকে ‘ইলেকশন হিন্দু’ বলে কটাক্ষ করে বলেছিলেন। আর তারপরই সরব হন রাহুল। এদিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইয়েদুরাপ্পা বলুন, কেন রাজ্যে বিজেপি জমানার মন্ত্রীদের জেলে যেতে হয়েছে? মোদীজী এখানে এসে দুর্নীতি নিয়ে বললেন। আর ইয়েদুরাপ্পা এমন একজন যিনি জেলে ঢুকেছেন, বেরিয়ে এসেছেন। ইয়েদুরাপ্পা, মোদীজী যখন দুর্নীতি বিরোধী কথা বলবেন, ওনাদের বলতে হবে, কেন বিজেপি আমলে চার মন্ত্রীকে জেলে যেতে হয়েছিল, ইয়েদুরাপ্পারও জেল হয়েছিল, ১১ মন্ত্রীকে ইস্তফা দিতে হয়েছিল?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*