প্রথম স্টিয়ারিং কমিটির বৈঠকে মোদীকে একহাত নিলেন রাহুল, বিদ্ধ করলেন নীরব বাণে

নীরব কেলেঙ্কারি নিয়ে যৌথ সংসদীয় তদন্তের দাবি জানাল কংগ্রেস। এবিষয়ে অন্যান্য বিরোধীদেরও একমঞ্চে আনার চেষ্টা হবে বলে হুঁশিয়ারি রাহুল অ্যান্ড কোং- এর। শনিবার দলের স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠকের পর তীব্র ভাষায় মোদী সরকারকে আক্রমণ করেন রাহুল গান্ধী। তিনি বলেন বর্তমান সরকারের আমলেই পিএনবি কেলেঙ্কারির ৯০ শতাংশ ঘটেছে। তাঁর দাবি, দোষীদের আড়াল করতে তৎপর কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, দেশের বৃহত্তম আর্থিক কেলেঙ্কারির রূপ নিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জালিয়াতি। তবে প্রথম থেকেই মোদী সরকারের দাবি, পিএনবি কেলেঙ্কারির সূত্রপাত ২০১১ সালে। কেন্দ্রে যখন ক্ষমতায় ছিল ইউপিএ সরকার।

যদিও সিবিআইয়ের দুটি এফআইআর কিন্তু বলছে, মুকুল চোকসি আর নীরব মোদীকে বেশিরভাগ ঋণের গ্যারান্টি দেওয়া হয়েছে ২০১৭-১৮ সালে। শনিবার এই নিয়েই মোদি সরকারকে একহাত নিলেন রাহুল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*