সীমা ছাড়িয়ে কখনই প্রধানমন্ত্রীকে অসম্মান নয়ঃ রাহুল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দোষ, ত্রুটি খুঁজে বের করবেন। বিজেপিকে অস্বস্তিতেও ফেলবেন, কিন্তু সীমা ছাড়িয়ে কখনই প্রধানমন্ত্রীকে অসম্মান করবেন না। রবিবার গুজরাটের বানসকান্ঠায় এক নির্বাচনী জনসভায় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী এমন মন্তব্যই করলেন।রাহুল জানান, প্রধানমন্ত্রী পদের অমর্যাদা করবেন না তিনি।তবে কংগ্রেস সহ সভাপতির অভিযোগ মোদীজি ‌যখন বিরোধী শিবিরে ছিলেন তখন তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অপমানজনক কথা বলতেন। আমরা সেই কাজ করব না। এখানেই ওদের সঙ্গে আমাদের তফাৎ। মোদী আমাদের সম্পর্কে যা-ই বলুন না কেন, আমরা একটা নির্দিষ্ট সীমার বাইরে যাব না। দেশের প্রধানমন্ত্রীর পদমর্যাদা ক্ষুন্ন করব না।পাশাপাশি,মোদীর শ্যুট থেকে শুরু করে জিএসটি, প্রধানমন্ত্রীকে একের পর এক তিরে বিদ্ধ করেছেন রাহুল। কখনও ‘শ্যুট বুট কি সরকার’ তো কখনও জিএসটিকে ‘গব্বর সিং ট্যাক্স’ বলে মোদী সরকারকে কটাক্ষ করতে ছাড়েনননি রাহুল। তিনদিনের গুজরাত সফরে আসা রাহুল গতকালও জিএসটি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করে ট্যুইট করেন, ভারতের গব্বর সিং ট্যাক্স-এর প্রয়োজন নেই। আমাদের আসল জিএসটি চাই। দেশবাসীর পাশাপাশি কংগ্রেসও আন্দোলন করেছে যাতে ২৮ শতাংশ কর তালিকায় পণ্যের সংখ্যায় কাটছাঁট সুনিশ্চিত করা যায়। এরপর আমাদের লক্ষ্য, একটিই কর হার থাকবে, সর্বোচ্চ ১৮ শতাংশ। বিজেপি না করলে কংগ্রেস করবেই।

সম্প্রতি রাহুল গান্ধীর ভূমিকার প্রশংসা করেছেন শিবসেনার সঞ্জয় রাউত এবং ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরোদ পাওয়ার। ভোটের সময় গুজরাটে অন্য রাহুলকে দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞও। তবে গুজরাট ভোটের আগে রাহুলের এই ভোলবদল নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*