বিচারক লোয়ার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন বিরোধীরা

সিবিআই বা এনআইএ নয়, সুপ্রিমকোর্টের নজরদারিতেই বিচারক লোয়ার রহস্যজনক মৃত্যুর তদন্ত করুক বিশেষ তদন্তকারী দল। শুক্রবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে এমনই দাবি জানালেন বিরোধীরা দলের নেতারা। এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির নেতৃত্বে ১৩টি বিরোধী দলের মোট ১১৪ জন সাংসদ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। লোয়া মৃত্যু রহস্যের তদন্ত দাবি করে রাষ্ট্রপতিকে একটি স্মারকলিপিও জমা দেন তাঁরা। স্মারকলিপিতে ১৫টি দলের ১১৪ জন সাংসদ সই করেছেন বলে খবর। কোবিন্দের সঙ্গে দেখা করতে যাওয়া প্রতিনিধিদলে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, এনসিপি, ডিএমকে, আরজেডি সহ একাধিক দলের সাংসদরা ছিলেন।

প্রসঙ্গত, সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলায় অভিযুক্ত বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে খু্নের অভিযোগের নিষ্পত্তির ভার ছিল লোয়ার হাতে। তিনি মামলাটি শুনছিলেন। কিন্তু ২০১৪ সালে তিনি নাগপুরে সহকর্মী বিচারকের মেয়ের বিয়েতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তবে নানা মহলের দাবি, তাঁর স্বাভাবিক মৃত্যু হয়নি।
রাহুল পরে অবশ্য সাংবাদিকদের বলেন, আমরা নিরপেক্ষ সংস্থাকে দিয়ে যথাযথ তদন্ত চাই। যেসব তথ্য এসেছে, তাতে গভীর সংশয়ের অবকাশ রয়েছে বলে মনে করছি। আদালতের নজরদারিতে বিশেষ তদন্ত দল (সিট) গড়ে তদন্ত হোক। বিরোধী সাংসদদের বক্তব্য, তাঁদের সিবিআই বা এনআইএ তদন্তে আস্থা নেই। সাংসদরা বিচারক লোয়া ও আরও দুজনের মৃত্যু নিয়ে সংশয়ী। তাঁরা চান, সিবিআই তদন্ত নয়, নিরপেক্ষ তদন্ত হোক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*