প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Kolkata: President Pranab Mukherjee with West Bengal CM Mamata Banerjee during the inauguration of the Bengal Global Business Summit-2017 at Milan Mela Complex in Kolkata on Friday. PTI Photo/RB(PTI1_20_2017_000133B)

সোমবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ৮২ তম জন্মদিন। জন্মদিনে ট্যুইট করে তাঁকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব দা কে জন্মদিনে অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।

১৯৩৫ সালের ১১ ডিসেম্বর বাংলার মিরাটিতে জন্মগ্রহণ করেন প্রণব মুখোপাধ্যায়। তিনি ছিলেন ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি। বিভিন্ন সময়ে ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। ২০১২ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রণব মুখোপাধ্যায় ছিলেন ভারতের অর্থমন্ত্রী ও কংগ্রেসের শীর্ষস্থানীয় সমস্যা-সমাধানকারী নেতা। তাঁর রাজনৈতিক কর্মজীবন ছয় দশকব্যাপী। ১৯৬৯ সালে তদনীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহায্যে প্রণব মুখোপাধ্যায় ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় কংগ্রেসের টিকিটে নির্বাচিত হন। এরপর রাজনৈতিক কর্মজীবনে তাঁর দ্রুত উত্থান শুরু হয়। তিনি ইন্দিরা গান্ধীর একজন বিশ্বস্ত সহকর্মীতে পরিণত হন এবং ১৯৭৩ সালে ইন্দিরা গান্ধীর ক্যাবিনেট মন্ত্রিসভায় স্থান পান। ১৯৮২-৮৪ পর্বে তিনি ছিলেন ভারতের অর্থমন্ত্রী। ১৯৮০ থেকে ১৯৮৫ পর্যন্ত তিনি রাজ্যসভার দলনেতাও ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*