আবারও কমলো সুদের হার, ৭.৮ থেকে করা হলো ৭.৬ শতাংশ

স্বল্প সঞ্চয়ের সুদের হারে আবারও কোপ বসাল কেন্দ্র। ৭.৮ শতাংশ থেকে এবার সুদের হার কমিয়ে করা হল ৭.৬ শতাংশ। আগামী মার্চ মাস অবধি লাগু হবে নয়া এই সুদের হার। এই নিয়ে দ্বিতীয়বার। ফের পিপিএফে কমল সুদের হার। ৭.৮ শতাংশ থেকে সুদের হার কমে এবার সুদের হার হচ্ছে ৭.৬ শতাংশ। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চে এই হারেই সুদ মিলবে।

তবে অর্থমন্ত্রকের দাবি, লগ্নি থেকে আয় কমাতেই এই সিদ্ধান্ত। সুদের হার কমায় ক্ষতিগ্রস্ত প্রায় দেড় কোটি পিপিএফ গ্রাহক। প্রসঙ্গত, গত বছরের জুন থেকে আগস্ট সময়সীমায় কমেছিল পিপিএফে সুদের হার। একই অর্থবর্ষে এই নিয়ে দ্বিতীয়বার পিপিএফে সুদের হার কমায় স্বভাবতই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*