মুকুল রায় গদ্দার : পার্থ চট্টোপাধ্যায়

মুকুল রায় গদ্দার। ২৯৪টা আসনের মধ্যে একটাতে দাঁড়িয়ে দেখুন না বাংলার মানুষ কার পাশে আছে। মমতা ব্যানার্জির মুখ সরে গেলে সব বেলুন চুপসে যাবে। কাঁচরাপাড়ার বয়কে কাঁচরাপাড়া পাঠিয়ে দিন। তৃণমূল ভবনে আজ এক সাংবাদিক সম্মেলন করে একথা বললেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত গতকাল মুকুল রায় বিজেপির প্রতি আনুগত্য দেখিয়ে একথা বলতে ছাড়েননি যে, তৃণমূলের জন্মলগ্ন থেকে বিজেপির সঙ্গে তার সম্পর্ক ছিল। এই বক্তব্যে ভীষণভাবে ক্ষুব্ধ হন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পার্থবাবু বলেন, সংবাদমাধ্যমে দেখলাম, যাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে তিনি চূড়ান্ত বিশ্বাসহীনতার কাজ করছেন। সুতরাং দলের অভিযোগ যে যথার্থ তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। কোনও আনুগত্য নেই। দলে থাকলে বলতাম, দল বিরোধী কাজ করছে, উনি তো দলেই নেই। গদ্দার যারা তারাই একাজ করে। অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে মোদীর তুলনা চলে না। অটলজির অসম্প্রদায়িক মনোভাব ছিল। মোদী, অমিতজির মুখ কি এক?

এক প্রশ্নের জবাবে পার্থবাবু বলেন, যিনি নিজের ছেলেকেই নিয়ে যেতে পারছেন না, অন্য কোনও লোককে কীভাবে সঙ্গে নিয়ে যাবেন?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*