চলে গেলেন সরোদিয়া পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত

প্রয়াত হলেন কিংবদন্তি সরোদশিল্পী পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি । সোমবার সকাল সাড়ে ছ’টা নাগাদ দক্ষিণ কলকাতার প্রতাপাদিত্য প্লেসে নিজের বাসভবনে মৃত্যু হয় তাঁর । এ দিন তাঁর দেহ পিস হাভেনে রাখা হয়েছে । বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ।

১৯৩৩-এর ১ ফেব্রুয়ারি বিহারের ভাগলপুরে জন্ম হয় বুদ্ধদেববাবুর । জেলাশাসক হওয়ার পাশাপাশি তাঁর বাবা প্রফুল্ল মোহন দাশগুপ্ত ছিলেন এক সংগীতজ্ঞ। বুদ্ধদেবের প্রাথমিক শিক্ষা তাঁর বাবার কাছে । পরে সঙ্গীতাচার্য রাধিকামোহন মৈত্রের কাছে সরোদ বাজানো শিখেছিলেন তিনি। অল ইন্ডিয়া রেডিওতে ১৭টি জাতীয় স্তরের অনুষ্ঠান করেছেন তিনি। ২০১২-তে পদ্মভূষণে ভূষিত হন বুদ্ধদেববাবু ।

বুদ্ধদেব দাশগুপ্তর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার সংগীতমহল ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*