৮ মাসের শিশুর সাথেও পাকিস্তানের শত্রুতা? প্রশ্ন পরিবারের

বিশেষ প্রতিনিধি,

সোমবার রাতে এলওসি-র কাছে আখনুরের কেরি বত্তাল এলাকায় পাক বুলেটে প্রাণ হারায় আট মাসের এক শিশু৷ জানা গিয়েছে, পাল্লানওয়ালা সেক্টরে নীতিন কুমার নামে ওই শিশু তাঁর পরিবারের সঙ্গেই ঘুমোচ্ছিল৷ সারারাত ধরে চলা পাক শেলিংয়ে এক স্পেশাল পুলিশ অফিসার সহ ৬ জন আহত হন৷ পাক বুলেট লেগে প্রাণ হারায় শিশুটিও৷

এই ঘটনার পরে শোকে পাথর গোটা জম্মু৷ তারা প্রশ্ন তুলেছে একটা ছোট্ট শিশুর সঙ্গেও শত্রুতা রয়েছে পাকিস্তানের? শিশুর গায়ে গুলি ছুঁড়তেও কোথাও হাত কাঁপে না তাদের? প্রশ্ন ওঠা স্বাভাবিক৷ শিশুটির বাবা জানান, রাতে ঘুমের মধ্যেই আচমকাই কেঁদে ওঠে বাচ্চাটি৷ রক্তে ভেসে যাচ্ছিল ওর জামা কাপড়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ৷ কোন হিংসার বলি হতে হল ওই এক রত্তিকে জানতে চাইছেন তাঁরা৷

রমজান মাসের শুরুতেই সংঘর্ষ বিরতি ঘোষণা করে ভারত৷ তবে তা মানে নি পাকিস্তান৷ রমজানের প্রথম দিন থেকেই শুরু হয়েছে সংঘর্ষবিরতি লঙ্ঘন৷ সমানে চলছে গুলির লড়াই, মর্টার হানা৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*