‘পদ্মাবত’ বিতর্কে নতুন মোড়, আত্মহত্যার হুমকি রাজপুত মহিলাদের

‘পদ্মাবত’ মুক্তির আর বাকি মাত্র তিন দিন। সঞ্জয় লীলা বনশালীর এই ছবির মুক্তি বন্ধ না হলে আত্মহত্যার হুমকি দিলেন রাজপুত মহিলারা। রাজস্থানের চিতোরগড়ে গত রবিবার প্রায় ৫০০ রাজপুত মহিলা একটি মিছিল বের করেন। সেই মিছিলে তাঁরা জানান, পদ্মাবত মুক্তি করা চলবে না। তা না হলে তাঁদের আত্মহত্যায় অনুমতি দিতে হবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন করেছেন তাঁরা। এই মর্মে শীর্ষ আদালতের কাছে তাঁরা পিটিশন দাখিল করবেন বলেও জানিয়েছেন। ‘পদ্মাবত’ টিমের তরফে আগেই জানানো হয়েছিল, পাঁচশো বছর আগে লেখা একটি কবিতা অবলম্বনে এই ছবি তৈরি হয়েছে যেটা সুফি কবি মালিক মহম্মদ জয়েশের। যেখানে চিতোরের রানি পদ্মিণীর এই জহরব্রত পালনের কথা লেখা ছিল। সেই ভিত্তিতেই তৈরি হয়েছে চিত্রনাট্য।
রাজপুত করণী সেনা শুটিংয়ের সময় থেকেই তারা বিরোধিতা করে এসেছেন। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী ২৫ জানুয়ারি গোটা দেশে মুক্তি পাবে ‘পদ্মাবত’। এর পরেও বিক্ষোভ অব্যাহত। মিছিলে থাকা রাজপুত মহিলাদের দাবি, বনশালীর ছবিতে রাজস্থানের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। ওই অঞ্চলের মানুষের ভাবনায় আঘাত করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*