পদ্মাবত দেখে আন্দোলন তুলে নিল কারণি সেনা

অবশেষে নতি স্বীকার করল মহারাষ্ট্র রাজপুত কারণি সেনা। পদ্মাবত-এ রাজপুতদের ইতিহাসকে বিকৃত করা হয়নি, অবশেষে সেকথা মেনে নিয়ে আন্দোলন থেকে সরে দাঁড়াল রাজপুত কারণি সেনা। বনশালির পদ্মাবত স্বাগত জানল তাঁরা।
শুক্রবার রাজপুত কারণি সেনার জাতীয় সভাপতি সুখদেব সিং গোগামাদি ও অন্যান্য সদস্যরা মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে পদ্মাবত দেখতে গিয়েছিলেন। শোনা যাচ্ছে, ছবি দেখে নাকি তাঁদের গর্ববোধই হয়েছে। এরপরই তাঁরা জানান, এ ছবিতে রাজপুতদের মর্যাদায় কোনও আঘাত করা হয়নি। উপরন্তু রানি পদ্মিনী ও রাজপুত ঐতিহ্যকে গৌরবান্বিতই করা হয়েছে। আর তাতেই আন্দোলন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।
রানি পদ্মিনী, রানা মহারাওয়াল রতন সিং এবং আলাউদ্দিন খলজিকে ঘিরে ঐতিহাসিক পটভূমিতে তৈরি হয়েছে পদ্মাবত। শ্যুটিং শুরু হওয়ার পর থেকেই আরম্ভ হয় বিক্ষোভ। রাজপুতদের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। ছোট করা হয়েছে রানি পদ্মিনীকে। এই দাবি জানিয়ে পদ্মাবত মুক্তি আটকাতে উঠে পড়ে লাগে কারণি সেনা। উত্তাল হয় গোটা দেশ। যার জেরে ২০১৭-র ১ ডিসেম্বর মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়।
সিনেমার পরিচালক বনশালি থেকে শুরু করে সিনেমার কলাকুশলীরা সকলেই বারবার বলে এসেছেন রাজপুতদের ছোট করার মতো বা ইতিহাসকে বিকৃত করার মতো কোনও কিছুই সিনেমায় নেই। তবে কোনও কথাই কান দেয়নি কারণি সেনা। সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করেই চলে বিক্ষোভ। অবশেষে ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার স্পষ্ট হয়ে যায় রাজপুতদের কীভাবে উচ্চ আসনে বসানো হয়েছে পদ্মাবত-এ। বরং আলাউদ্দিন খিলজিকে হিংস্র, পাগলাটে, ভয়ানক নৃশংস ভাবে তুলে ধরা হয়েছে । গাওয়া হয়েছে রাজপুতদের জয়গান। সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ে সেকথা। অবশেষে শুক্রবার একটি বিবৃতিতে পদ্মাবতকে স্বাগত জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ তুলে নেওয়ার কথা জানিয়ে দেয় মহারাষ্ট্র রাজপুত কারণি সেনা।

সূত্র থেকে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*