অস্কার দৌড়ে সামিল রক্তকরবী

নিজস্ব প্রতিবেদনঃ বাঙালির জন্য সুখবর। আবার বাংলার ছবি, বাঙালীর ছবি নির্বাচিত হয়েছে অস্কার দৌড়ে। সেরা বিদেশী ভাষার ছবির বিভাগে মনোনয়ন পেয়েছে পরিচালক অমিতাভ ভট্টাচার্যর এই ছবি। ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন, রাহুল, অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, মমতাজ সরকার প্রমুখ। অমিতাভ রবীন্দ্রাথ ঠাকুরের রক্তকরবী নাটকটির বাস্তব রূপায়ণ করেছিলেন। সেই সঙ্গে মাঝে মাঝে দেখা গিয়েছিল নাটকের কিছু অংশ। ৯০তম অ্যাকাডেমী অ্যাওয়ার্ডের জুরিরা নাকি এই ছবি দেখে এককথায় মুগ্ধ। তবে সেরার শিরোপা পাওয়ার জন্য আরও ৩৪০ টি ছবির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে রক্তকরবীকে। তবে অমিতাভের ছবির এই সাফল্যে উচ্ছ্বসিত টালিগঞ্জের শিল্পীরা। প্রত্যেকেই শুভেচ্ছা জানাচ্ছে, কিছুদিন আগেই নিউটন সেরার দৌড় থেকে ছিটকে যাওয়ায় অনেকেই আশাহত হয়েছিলেন। শোনা গিয়েছিল, একটি ইরানি ছবির থেকে নকল করা হয়েছে বলেই বাদ যেতে হয়েছে রাজকুমার রাওয়ের এই ছবিকে। কিন্তু বছরের শেষে যে আরও একটা সুখবর অপেক্ষা করছে তা কে জানত। এখন সবার একটাই প্রার্থনা সব ভালো যার শেষ ভালো, বাঙালি আরও একটা অস্কার যেন পায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*