ওয়ানডে দলে কার্তিক

India's Dinesh Karthik fields during training at Queen's Park Oval in Port of Spain, Trinidad and Tobago, Thursday, June 22, 2017. India is on a five ODI and a one-off T20I tour to the West Indies slated to begin on June 23. (AP Photo/Ricardo Mazalan)

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দলে ফিরছেন দীনেশ কার্তিক। সাথে শিখর ধবন এবং শার্দুল ঠাকুর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে স্ত্রী অসুস্থ থাকায় ধবন খেলতে পারেননি। পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে খেলেন। অন্যদিকে দীনেশ কার্তিকও দলে ডাক পেলেন। ভারতের হয়ে জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষ ম্যাচ খেলেছিলেন। অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন কিন্তু একটিও ম্যাচ খেলেননি তিনি। নির্বাচকরা ওপেনার কে এল রাহুলকে বাদ দিয়ে কার্তিককে দলে নিয়ে এলেন। শ্রীলঙ্কা সফরে অভিষেক হওয়া শার্দূল ঠাকুরকেও সুযোগ দেওয়া হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বাদ পড়লেন উমেশ যাদব।

অন্যদিকে ভারতের টেস্ট দলের প্রধান বোলিং অস্ত্র আর. অশ্বিন এবং টেস্ট র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাডেজাকে সীমিত ওভারের ক্রিকেটের জন্য নির্বাচকরা খুব একটা ভাবছেন না। তারা কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল এবং অক্ষর পটেলের উপরেই আস্থা রাখছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি ম্যাচে ভারতের পনেরো জনের দল: বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধবন, অজিঙ্ক রাহানে, মণীশ পান্ডে, কেদার যাদব, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পান্ড্য, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, যশপ্রীত বুমরা, ভূবনেশ্বর কুমার এবং শার্দুল ঠাকুর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*