অক্ষির দাপট অব্যহত, মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস

অক্ষির দাপট কমলেও থামছেনা বৃষ্টি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরল ও তামিলনাড়ুর জনজীবন । এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে, কন্যাকুমারীতে বন্ধ বিদ্যুৎ পরিষেবা। কেরলে নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধারে নেমেছে নৌ বাহিনী। ইতিমধ্যেই মৃতদের পরিবারপিছু চার লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার।

গত বৃহস্পতিবার তামিলনাড়ু ও কেরলের উপকূলে আছড়ে পড়ে সাইক্লোন অক্ষি। ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন এলাকায় উপড়ে গেছে একাধিক গাছ। তান্ডবের জেরে দুই রাজ্যেই বন্ধ রয়েছে স্কুল-কলেজ। ইতিমধ্যেই ঝড়ের দাপটে কেরালায় ৭ ও তামিলনাড়ুতে ৫ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র কন্যাকুমারীতেই গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ১ হাজার ৪৪ জনেরও বেশী মানুষ। জলমগ্ন হয়ে পড়েছে বেশীরভাগ এলাকা। এখনও নিখোঁজ প্রায় ৩০ জন মৎস্যজীবী। উদ্ধারকাজে নেমেছে বায়ুসেনা, নৌ বাহিনী ও উপকূলরক্ষী বাহিনী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*