নোটবন্দির আইডিয়া আরএসএস-এরঃ রাহুল গান্ধী

নোটবন্দি নিয়ে প্রধানমন্ত্রীর পর এবার রাহুল গান্ধীর নিশানায় আরএসএস। কংগ্রেস সভাপতির দাবি করেন, নোটবন্দির আইডিয়া আরএসএস-এর। আর নরেন্দ্র মোদি সেটা কার্যকর করেছেন। মঙ্গলবার কর্নাটকের ভোট প্রচারে এভাবেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে একহাত নিলেন সোনিয়া তনয়।

ভোটের দিন ঘোষণা না হলেও কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচার পুরোদস্তুর শুরু হয়ে গেছে। বিদারের জনসভায় এদিন প্রত্যাশিতভাবেই রাহুল গান্ধির নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী। সত্তর বছর ধরে কংগ্রেসি শাসনের দূরদর্শিতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন মোদী। এদিন তারই জবাব দিয়েছেন রাহুল। কংগ্রেস সভাপতির পাল্টা অভিযোগ, এই প্রশ্ন তুলে দেশবাসীকেই অপমান করছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, নোটবন্দির জেরে চরম দুর্দশায় পড়েন ছোট ব্যবসায়ী, কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ। সেই ক্ষোভকে হাতিয়ার করেই গুজরাট ভোটে ভাল করেছে কংগ্রেস। কর্ণাটকেও কি সেই চেনা পথেই বাজিমাত করতে চাইছেন রাহুল? তার উত্তর সময়ই দেবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*