আমার পক্ষে এখন আর ঋণ শোধ করার উপায় নেইঃ নীরব মোদী

ব্যাঙ্কের উপর অবশেষে সব দোষ চাপিয়ে অবশেষে পিএনবি কর্তৃপক্ষকে চিঠি লিখলেন নীরব মোদী। চিঠিতে মোদী জানিয়েছেন, ব্যাঙ্ক টাকা ফেরত পাওয়ার তাড়াহুড়োয় তাঁর ঋণ মেটানোর সব রাস্তা বন্ধ করে দিয়েছে। চিঠিতে তিনি আরও জানিয়েছেন, যে পরিমাণ বকেয়ার কথা ব্যাঙ্কের তরফে বলা হচ্ছে তা ঠিক নয়। তার থেকে কম বকেয়া রয়েছে তাঁর।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি লেখা চিঠিতে মোদী বলেছেন, তাঁর বকেয়ার পরিমাণ ৫ হাজার কোটি টাকা। তাঁর আরও দাবি, কেন্দ্রীয় সংস্থার তরফে তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আত্মীয়রা সংস্থার অপারেশনের বিষয়ে যুক্ত ছিলেন না।

নীবর মোদীর আরও দাবি, খবর প্রকাশিত হতেই তাঁর সংস্থায় হানা-তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত শুরু করে বিভিন্ন তদন্তকারী সংস্থা। ফলত, এতে তাঁর পক্ষে ব্যাঙ্কের ঋণ পরিশোধ করার রাস্তাই বন্ধ হয়েছে। ঋণ পরিশোধ না করার জন্য চিঠিতে তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষের ঘাড়ে যাবতীয় দোষ চাপিয়ে দেন। কার্যত হুমকির সুরেই বলেন, আপনারা নিজেরাই টাকা ফেরতের পথ বন্ধ করেছেন।

এখানেই থেমে থাকেননি নীবর মোদী। তাঁর আরও অভিযোগ, ব্যাঙ্কের জন্যই তাঁর ও তাঁর ব্র্যান্ডের ভাবমূর্তি ও ব্যবসার ক্ষতি হয়েছে। তিনি বলেন, এই ঘটনা প্রকাশ হওয়ার পরই ফায়ারস্টার ইন্টারন্যাশনাল ও ফায়ারস্টার ডায়মন্ড ইন্টারন্যাশনালের ব্যবসা মার খেয়েছে। তিনি আরও বলেন, নিজেদের ঋণ ফেরত পাওয়ার জন্য আপনারা এতটাই উদগ্রীব হয়ে উঠলেন যে, আমার ব্র্যান্ডটাই ধ্বংস করলেন। এখন আমার পক্ষে আর ঋণ শোধ করার কোনও উপায় নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*