টি-২০তে ইংল্যান্ডকে হারালো নিউজিল্যান্ড

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয় পেলো নিউলিল্যান্ড। ইংল্যান্ডকে ১২ রানে হারায় তারা। প্রথম ব্যাট করে নিউজিল্যান্ড ১৯৬ রান করে। জবাবে ইংল্যান্ড ১৮৪ রান করতে পেরেছে। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের টি-২০ ফরম্যাটে সময়টা ভালো কাটছিল না । প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। দারুণ এক ইনিংস খেলে সব সমালোচনার জবাব দিলেন উইলিয়ামসন। মুলত তাঁর ঝড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডকে হারাল নিউজিল্যান্ড।
ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মার্টিন গুপ্তিল (৬৫), কলিন মানরো (৩৯) এবং উইলিয়ামসের রানে বড় রানের ভিত গড়ে কিউয়িরা। ম্যাচ সেরা উইলিয়ামসের ৪৬ বলের ৭২ রানের ইনিংসে ছিলো চারটি করে ছক্কা ও চার।
জবাবে বড় রান তাড়া করার শুরুতেই জেসন রয়কে হারায় ইংল্যান্ড। তারপর অ্যালেক্স হেলস, জেমস ভিন্স, জস বাটলার, স্যাম বিলিংসের দ্রুত বিদায়ে চাপে পড়ে ইংল্যান্ড। আশা জাগিয়েছিলো ডাভিড মালান কিন্তু তিনি ফিরে যাওয়ার পর আর পেরে উঠেনি ইংল্যান্ড। ৩ ম্যাচে তিনটি জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে দুই নম্বরে নিউ জিল্যান্ড। তিন ম্যাচেই হারা ইংল্যান্ডের পয়েন্ট শূন্য। আগামী শুক্রবার অকল্যান্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*