মালদা ও বালুরঘাটে তৈরী হবে এয়ারপোর্ট

Zaventem : A Brussels Airlines plane takes off at Brussels Airport, in Zaventem, Belgium, Sunday, April 3, 2016. Under extra security, three Brussels Airlines flights, the first for Faro in Portugal, were scheduled to leave Sunday from an airport that used to handle about 600 flights a day. AP/PTI(AP4_3_2016_000204A)

পুরুলিয়া ছাড়া মালদা ও বালুরঘাটে অবিলম্বে এয়ারপোর্ট তৈরীর কাজ শুরু করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।  ৩টি বিমানবন্দরকেই নতুন আঙ্গিকে তৈরী করবে পিডব্লুডি। খরচ হবে আনুমানিক ৩ থেকে ৪ কোটি টাকা। পরিকাঠামোকে মজবুত করতেই এই উদ্দ্যোগ বলে জানা গিয়েছে। বিমানবন্দর গুলি থেকে ছোটো বিমান চলবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, যত শীঘ্র সম্ভব এই ৩টি বিমানবন্দর থেকে পরিষেবা চালু করতে চাইছে রাজ্য সরকার। এই বিমান পরিষেবা রাজ্যের শিল্পক্ষেত্রে বড় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*