বিতর্কিত মন্তব্য করে বিপাকে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ

প্রতিদিনই সেনাবাহিনীতে জওয়ানের মৃত্যু হয়। এমন কোনও দেশ দেখেছেন যেখানে জওয়ানদের মৃত্যুবরণ করতে হয় না।এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের রামপুরের বিজেপি সাংসদ নেপাল সিং।উল্লেখ্য দুদিন আগেই পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। শহিদ হন ৫ জওয়ান। তারই পরিপ্রেক্ষিতে এমন কথা বললেন নেপাল সিং। বিজেপি সাংসদের এমন মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে।

তিনি আরও বলেন, যদি কোথাও ঝামেলা হয়, তখনও কেউ না কেউ আহত হয়। এরকম উপদেশ দিন যাতে কেউমারা না যায়। ঠিক একইভাবে যুদ্ধের ময়দানে নেমে মৃত্যুবরণ করতে হয় সেনাদের। এখনও অবধি এমন কোনও যন্ত্রের আবিষ্কার হয়নি, যার সাহায্যে বুলেট আর কাজ করবে না। কোনও সেনা জওয়ানের মৃত্যু হবে না।

পরে নিজের মন্তব্যের জন্যে ক্ষমা চেয়ে রামপুরের সাংসদ বলেন, তিনি সেনা জওয়ানদের কোনওভাবেই অপমান করতে চাননি। তিনি আসলে বলতে চেয়েছিলেন বিজ্ঞানীরা এমন এক অস্ত্র আবিষ্কারের চেষ্টা করছেন, যার জেরে কাজ করবে না বুলেট। যুদ্ধের ময়দানে নেমে মৃত্যু হবে না কোনও সেনার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*