নবান্নে মন্ত্রীসভার বৈঠকে আরও ১২২০টি নতুন পদ সৃষ্টি করা হল

আজ নবান্নে মন্ত্রীসভার বৈঠকে আরও ১২২০টি নতুন পদ সৃষ্টি করা হল। পদ গুলি হল- ১) স্বরাষ্ট্র দফতরের অধীনে পার্বত্য বিষয়ক দফতরে ৪৬০ জন। ২) স্বাস্থ্য দফতরে ৬২ জন ৩) অর্থ দফতরে ৪২ জন ৪) চুক্তি ভিত্তিক কর্মী ৭৩ ৫)কোতলপুর জেলা হাসপাতালে ৬০ সংখ্যার বেড বাড়িয়ে করা হচ্ছে ৮০ বেড। সেখানে ১৫ টি নতুন পদ সৃষ্টি হয়েছে। ৬) সাগর দত্ত হাসপাতাল ও বর্ধমানে টেরিটোরিয়াল ক্যান্সার সেন্টার করা হচ্ছে। তারজন্য মোট ৩৫ পদ সৃষ্টি হচ্ছে। ৭) দক্ষিণ ২৪ পরগনা জেলার ফেজারগঞ্জে ৪ বেডের ক্রিটিকাল কেয়ার ইউনিট করা হবে। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ মন্ত্রীসভার বৈঠকে নেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*