মুর্শিদাবাদে রেলিং ভেঙে যাত্রীবোঝাই বাস খালে, মৃত ৬

সোমবার ভোরে মুর্শিদাবাদে একটি যাত্রীবোঝাই বাস ব্রিজের রেলিং ভেঙে খালে পড়লো। এ ঘটনায় ৬ জন মারা যান। বাসটি ৫০জন যাত্রীকে নিয়ে নদিয়া থেকে মালদায় যাচ্ছিল। দুর্ঘটনাটি হয়েছে দৌলতাবাদে যখন বাসটি বালিঘাট ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল, ড্রাইভার নিয়ন্ত্রণ হারায়। বাসটি খালে পড়ার পর কিছু যাত্রী বাস থেকে বেড়িয়ে যায় এবং সাঁতরে চলে আসে কিন্তু কিছু যাত্রী বাসের মধ্যেই আটকে পড়ে। মৃত ৬ জন এবং অনেক আহত যাত্রীকে উদ্ধার করা হয়। ৬টি বোট উদ্ধার কাজে লাগানো হয়েছে। ঘটনাস্থলে প্রায় হাজার খানেক লোক জড়ো হয় এবং উদ্ধারকাজে দেরি হওয়ায় পুলিশ কর্মীদের উপর বিক্ষোভ দেখায়। মুর্শিদাবাদ জেলা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ভীড় জনতাকে সরিয়ে আমরা ক্রেনের সাহায্যে বাসটিকে উদ্ধার করার চেষ্টা করছি। লাঠি চার্জ ও কাঁদানে গ্যাস দিয়ে বিক্ষুব্ধ জনতাকে এলাকা থেকে সরানো হয়েছে।
কিছু কিছু আহত যাত্রীর মাধ্যমে জানা যায় বাসটি যখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল ড্রাইভার এক হাতে গাড়ির স্টিয়ারিং ধরেছিল এবং অন্য হাতে মোবাইলে কথা বলছিল যার জেরে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*