মুম্বইয়ের জনসংখ্যার জেরেই এমন অগ্নিকান্ডঃ হেমা মালিনী

আবারও বিতর্কিত মন্তব্য করলেন হেমা মালিনী। বৃহষ্পতিবার মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শহরের অভিবাসীদের দিকে অভিযোগের আঙুল তুললেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী। তাঁর অভিযোগ, মুম্বই শহরে জনসংখ্যার জেরেই এই অগ্নিকাণ্ড। পাশাপাশি হেমা আরও বলেন, এতদিন প্রত্যেক অভিবাসীকেই শহরে থাকার অনুমতি দিয়েছে মু্ম্বই প্রশাসন। কিন্তু প্রত্যেক শহরেরই জনসংখ্যা ধারণের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। দরকারে অভিবাসীদেরকে অন্য শহরে চলে যেতে বলতে হবে। হেমার এমন মন্তব্যের পর রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

প্রতঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে লোয়ার প্যারেল এলাকায় কমলা মিলসের ছাদে অবস্থিত রেস্তরাঁয়। ঘটনায় জীবন্ত পুড়ে মৃত্যু হয় ১৫ জনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*