মুম্বইয়ে চালু হলো ভারতের প্রথম এসি লোকাল ট্রেন

ভারতের প্রথম এসি লোকাল ট্রেন চালু হল মুম্বইয়ে। আন্ধেরি থেকে চার্চগেট অবধি চলবে ১২ কোচের এই ট্রেন। এসি লোকাল ট্রেনের দরজাও স্বয়ংক্রিয়।

২০১৫ সালের এপ্রিলে এই ট্রেনগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে আনা হয়েছে। দু’বছর কুরলা এবং ভিরারে কার শেডে ট্রায়াল রান চলে। ১২টি নন এসি ট্রেনের পরিবর্তে এসি লোকাল নামান হচ্ছে। মুম্বই সেন্ট্রাল, দাদর, বান্দ্রা, অন্ধেরি, বোরেভালির মতো বড় স্টেশনে এসি লোকাল থামবে। প্রত্যেক রেকে প্রায় ৬০০০ যাত্রী যাতায়াত করতে পারবেন। ট্রেনে থাকবে এলইডি লাইট, গার্ড ও যাত্রীদের মধ্যে এমারজেন্সি টক ব্যাক সিস্টেম। সোমবার থেকে শুক্রবার এসি ট্রেনগুলি চলবে। ফার্স্ট ক্লাসের থেকে ১.৩ গুণ বেশি হবে এসি ট্রেনের ভাড়া। তবে প্রথম ৬ মাস ১.২ গুণ ভাড়া নেওয়া হবে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*