মুকুলের অভিযোগ খারিজ করলো নবান্ন, মুকুল মিথ্যে বলছে বললেন পার্থ

আজ সারাদিন রাজ্য রাজনীতি ছিল সরগরম। মুকুল রায় বিজেপি তে যোগদানের পর প্রথম প্রকাশ্য জনসমাবেশে বক্তব্য রাখেন। মূলতঃ তৃণমূল কংগ্রেসের প্রতি কুৎসাই ছিল তার বক্তব্য জুড়ে। বিশ্ববাংলার মালিক বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিহিত করেন তিনি। বলেন জাগো বাংলার মালিকও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর খানিকক্ষণ পরেই বিকেল ৪টে নবান্ন থেকে স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য্য সাংবাদিক সম্মেলন করে বলেন বিশ্ববাংলা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। ‘বিশ্ববাংলা’ ব্র্যান্ড ও লোগোর স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্বেচ্ছায় এটা পশ্চিমবঙ্গ সরকার কে দিয়েছেন। এই ব্র্যান্ড ও লোগো পশ্চিমবঙ্গ সরকারের নামেই নথিবদ্ধ করা হয়েছে। এটা এখন সম্পূর্ণভাবে রাজ্য সরকারের সম্পত্তি। নাম না করে মুকুল রায়ের বিরুদ্ধে ব্যব্যস্থা নেওয়ার ইঙ্গিত দেন স্বরাষ্ট্র সচিব। অতএব বিশ্ববাংলা ব্র্যান্ড নিয়ে মুকুল রায়ের আনা অভি্যোগ সম্পূর্ণ খারিজ করলো রাজ্য সরকার। একই সময় তৃণমূল ভবনে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন মুকুল রায় বাজে এবং বানানো কথা বলছেন। তাঁর একটি কথাও সঠিক নয়। বিজেপি যা বলতে বলছে তাই বলছেন। এইসব ভিত্তিহীন। মুকুল রায় এতদিন তৃণমূল কংগ্রেসে থেকে ক্ষমতার ব্যবহার করে অসৎ কাজ করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*