মস্কোয় ১০০ বছরে রেকর্ড তুষারপাত, বিমান চলাচল ব্যাহত

মস্কোয় ১০০ বছরে রেকর্ড তুষারপাত। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার মস্কো ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় প্রায় ৪৫ সেন্টিমিটার উচ্চতার তুষার জমতে দেখা যায়। এছাড়াও প্রচণ্ড তুষারঝড়ের কারণে মস্কোর তিনটি প্রধান বিমানবন্দর শেরেমেতিয়েভো, দোমোদেদোভো ও নুকোভোতে রবিবার রাতে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব বিমানবন্দরে ২১৭টি ফ্লাইট দেরি করেছে এবং ১৭টি ফ্লাইট বাতিল করা হয়। সূত্রের খবর, শেরেমেতিয়েভো বিমানবন্দরে প্রায় ১৫০টি, দোমোদেদোভো বিমানবন্দরে ৪৭টি এবং নুকোভো বিমানবন্দরে ২০টি ফ্লাইট বিলম্ব হয়। তুষারঝড়ের কারণে মস্কো নগরী একেবারে ঢেকে গেছে। গাছপালা ভেঙে পড়েছে, বৈদ্যুতিক লাইন বিপর্যস্ত হয়েছে। একজন মারা গেছে এবং ৫ জন আহত হয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাসে আকাশ ক্রমেই পরিষ্কার হয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*