কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে ঝাড়গ্রামে মহামিছিল

কেন্দ্রের সাম্প্রদায়িক ও বিভেদ সৃষ্টিকারী রাজনীতি এবং জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে হাজার হাজার মানুষ ঝাড়গ্রামের মহামিছিলে অংশ নেন। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের ভাতভাঙা থেকে খরিকামাথানি পর্যন্ত প্রায় ৪০,০০০ মানুষের সারিবদ্ধ গর্জন বলে মোদি হাটাও, দেশ বাঁচাও। এদিনের মিছিলে তীব্র বিজেপি বিরোধিতার পাশাপাশি মার্ক্সবাদী কম্যুনিস্ট পার্টির সুবিধাবাদী রাজনীতি এবং রাজ্য কংগ্রেসের দিশাহীন রাজনীতির বিরোধিতা করা হয়। মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেস সাংসদ মানস ভুঁইয়া, নেতা অজিত মাইতি, চুড়ামণি মাহাতো, সামাই মান্ডী, উত্তরা সিং, দুলাল মূর্মু, উজ্জ্বল দত্ত এবং আরো অনেকে। মানসবাবু বলেন, জনগনের স্বতস্ফূর্ত সমর্থন নিয়ে আমরা এগিয়ে চলেছি। উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরলস প্রচেষ্টার ফলে বাংলা সবদিক থেকেই এগিয়ে যাচ্ছে। তাই বিজেপি, সিপিএম, কংগ্রেস যে কোনো শক্তি আসুক না কেন বাংলার মানুষ তা প্রতহত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করে তুলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*