পরীক্ষার চাপ সামলাতে বিশেষ পরামর্শ প্রধানমন্ত্রীর, রেড সিগন্যাল দেখালো রাজ্য

পরীক্ষার চাপ সামলাতে পরীক্ষার্থীদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লির তালকোটরা স্টেডিয়ামে ‘পরীক্ষা পর চর্চা’ অনুষ্ঠানে ভাষণ দেন নমো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় হাজারো পড়ুয়া। এদিন পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন বক্তব্যের শুরুতেই নরেন্দ্র মোদী বলেন, আমি আজ প্রধানমন্ত্রী নই, তোমাদের বন্ধু।
এদিকে পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দিয়ে মোদী বলেন, দেবদেবীর পুজো করলেই আত্মবিশ্বাস পাওয়া যায় না। এজন্য প্রয়োজন নিজের ওপর বিশ্বাসটা গড়ে তোলা বিশেষভাবে প্রয়োজন। ছোটবেলা তিনি (মোদী) নিজেও বিবেকানন্দ পড়তেন। উনি বলতেন ৩৩ কোটি দেবতার পুজো করো, কিন্তু নিজের উপর বিশ্বাস না রাখলে কিচ্ছু হবে না ৷ সবাই বিদ্যার দেবী সরস্বতীর পুজো করে ৷ কিন্তু পরীক্ষা দেবার সময় হনুমানজির পুজো করে ৷ পাশাপাশি পড়াশোনায় মনঃসংযোগের জন্য প্রধানমন্ত্রী পড়ুয়াদের যোগা করার পরামর্শও দেন।

অনুষ্ঠানে মোদী আরও বলেন, অন্য কারুর সঙ্গে নিজের তুলনা না করে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে শুধু পড়লেই চলবে না, ঠিকঠাক ঘুমের বিষয়টি মাথায় রাখতে হবে।

এদিকে বৃহস্পতিবারই প্রধানমন্ত্রীর ভাষণে রেড সিগন্যাল দেখিয়েছে রাজ্য। পরীক্ষার মুখে স্কুল-কলেজে ভাষণ শোনানোর পরিস্থিতি নেই বলেই দাবি জানিয়েছে রাজ্য। জোর করে ভাষণ শুনতেও পড়ুয়াদের বাধ্য করতে চায় না রাজ্য। প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে স্কুল-কলেজে টিভির সামনে বসতে হবে না রাজ্যের পড়ুয়াদের।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যে সামনেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ৷ এখন ভাষণ শোনানোর সময় নেই ৷ এটা কি জাতীয় ভাষণ যে শোনাতে হবে?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*