মোদীকে শান্তি প্রতিষ্ঠার আর্জি জানালেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

প্যালেস্তাইন সহ গোটা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানালেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এদিকে, প্যালেস্তাইনে গিয়ে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, আলোচনার মাধ্যমেই স্থায়ী সমাধান সম্ভব। শনিবার, মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আন্তর্জাতিক স্তরে আমাদের হয়ে কথা বলার জন্য ভারতের উপর নির্ভর করি। আর্থিক ও কৌশলগত ক্ষেত্রে শক্তি বাড়াচ্ছে ভারত। তার ফলে আমাদের শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হতে পারে।

অন্যদিকে, মোদী বলেন, ভারত ও প্যালেস্তাইন একে অপরের বন্ধু। প্যালেস্তাইনের মানুষ বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করার ক্ষেত্রে ভীষণ সাহসের পরিচয় দিয়েছেন। প্যালেস্তাইনের উন্নয়নের যাত্রায় ভারত সবসময় পাশে থাকবে।

এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী সরকারিভাবে প্যালেস্তাইন সফরে গেলেন। প্রেসিডেন্টের বাসভবনে মোদীকে সাদরে বরণ করে নেন আব্বাস। তাঁদের বৈঠকে ৬টি চুক্তিতে স্বাক্ষর হয়। বেইট সাহুরে ৩০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি, শিক্ষা, জাতীয় ছাপাখানা, মহিলাদের ক্ষমতায়নের জন্য একটি কেন্দ্র গড়ার চুক্তি হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*