ফের সফল অস্ত্রোপচারের নজীর গড়লেন কলকাতা মেডিক্যাল কলেজের ENT বিভাগ

কলকাতা: ফের সফল অস্ত্রোপচারের নজীর গড়লেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ENT বিভাগ। অস্ত্রোপচারে শ্বাসনালী থেকে বের করা হল বাঁশির বল। সফল অস্ত্রোপচারে কিশোর ফিরে পেলেন নতুন জীবন।

হাওড়ার জগৎবল্লভপুরের কিশোর শেখ সাহিল। বয়স ১২ বছর। গতকাল ফুটবল খেলার সময় দুর্ঘটনা। বাঁশি বাজাতে গিয়ে কিশোরের গলায় মধ্যে ঢুকে যায় বাঁশির বল। প্রথমে জগৎবল্লভপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হলেও পরিস্থিতি খারাপ দেখেই রাতেই সাহিলকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।রাতের দিকে তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। আজ

ভোররাতে কলকাতা মেডিক্যালে আনা হয়। আজ সকালেই অস্ত্রোপচারে বেরোয় বাঁশি। বাঁদিকের শ্বাসনালীতে আটকে ছিল বাঁশিটি। ফুসফুসও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।

কাল গভীর রাতে হাসপাতালে নিয়ে আসার পর মেডিক্যাল কলেজে ENT বিভাগে ভর্তি করা হয়। এর পর গলার এক্সরে করা হয়। এক্সরে করার পর তার শ্বাসনালীতে ENT বিভাগ তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। কাল ভোরেই সাহিলকেঅস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হয়। বাঁশিও বের হয়। এখন সাহিলকে জেনারেল বেডে দেওয়া হয়েছে।

ENT বিভাগের সহকারি অধ্যাপক ড: দীপ্তাংশি মুখোপাধ্যায় বলেন, সাহিলের অবস্থা খুবই সংকট জনক ছিলো। কিন্তু এক্সরে করার পর দেখি পুরো শ্বাসনালী একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। তাই একটা অ্যান্টিবায়োটিক দিই। এর পর যেহেতু সাহিল এর অবস্থা সংকট জনক ছিলো। তাই তাকে অস্ত্রোপচার করা হয়। এখন সাহিল ভালো আছে। সুস্থ্ আছে। দুই এক দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*