কেরলের ভয়াবহ বন্যায় আটকে পড়েছে বাংলার কয়েক হাজার শ্রমিক, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী!

কেরলের ভয়াবহ বন্যায় আটকে পড়েছে এ রাজ্যের কয়েক হাজার শ্রমিক। তাঁদের উদ্ধারের জন্য ইতিমধ্যেই পিনারাইয়ের সরকারের সঙ্গে কথা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দক্ষিণের এই রাজ্যের হসপিটালিটি শিল্পে বাংলার বহু শ্রমিক কাজ করেন। নদীয়া, মালদা , উত্তরবঙ্গ সহ রাজযের একাধিক জেলার এই শ্রমিকরা আটকে পড়েছেন। তাঁদের উদ্ধারের জন্য কেরল সরকারের সঙ্গে কথা বলেছেন মুখ্যসচিব।
বন্যাকবলিত কেরলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। রেল, সড়ক তো বটেই কোচি বিমানবন্দরে এক হাঁটু জল থাকায় বন্ধ বিমান পরিষেবাও। রাজ্যের অধিকাংশ অংশেই কাজ করছে না ফোন এবং ইন্টারনেট পরিষেবাও। ফলে আটকে পড়া শ্রমিকরা কেমন আছেন, কী করছেন সে ব্যাপারে কিছুই জানতে পারছে না তাঁদের আত্মীয়-পরিজন। স্থানীয়ভাবে জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করছেন তাঁরা। আর জনপ্রতিনিধিরা জানাচ্ছেন নবান্নে।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থা সঙ্কটজনক শুনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরের বিমানে দিল্লি চলে যান। বিকেল পাঁচটা পাঁচ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাজপেয়ী।
সরকারি সূত্রের খবর শুক্রবার সন্ধ্যায় কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। তারপরই তাঁর সঙ্গে কথা বলে রাজ্যের শ্রমিকদের উদ্ধারের ব্যাপারে কেরল সরকারের সঙ্গে কথা বলবে নবান্ন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে সরকার। এখান থেকে বিপর্যয় মোকাবিলা দল পাঠানো হবে কিনা এ সবটাই ঠিক হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*