১২ নভেম্বর লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিবেদিতার জন্ম সার্ধশতবর্ষ পালন

১২ নভেম্বর লন্ডনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভগিনী নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষে তাঁকে বিশেষ সম্মান জানাতে প্রস্তুত ব্রিটিশ সরকার। সেই সম্মান জ্ঞাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আগামী মাসের ১২ তারিখ লন্ডনে থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান, লন্ডনের উইম্বলডনে ২১ হাই স্ট্রিটের বাড়িতে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছিলেন নিবেদিতা। স্বামী বিবেকানন্দও সেখানে গিয়েছেন। সেই বাড়িটিতেই ২৮ অক্টোবর ‘ব্লু প্লাক’ (হেরিটেজ ঘোষণা) লাগানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রিটিশ হেরিটেজ কমিশন ও ব্রিটিশ মিউজিয়াম দফতর। ব্রিটিশ সরকার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নেয় । কিন্তু ওই দিন কলকাতার অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনাল থাকায় যেতে পারবেন না বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি অই দিন যুবভারতীতে থাকবেন। ব্রিটিশ সরকার জানতে চায়, নভেম্বরে কোন সময় মুখ্যমন্ত্রী সময় দিতে পারবেন। রামকৃষ্ণ মিশন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ১২ নভেম্বর দিনটি বেছে নিয়েছেন। নিবেদিতা যে রাজ্যে জীবনের শেষ দিন পর্যন্ত থেকে সারা ভারতের উন্নতিতে কাজ করেছিলেন সেই পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রীকেই ব্রিটিশ সরকার প্রধান অতিথি করতে চেয়েছে। ১২ নভেম্বর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী সুহিতানন্দও উপস্থিত থাকবেন।
ভগিনী নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ পালন করবে রামকৃষ্ণ মঠ ও মিশন। চিরাচরিত প্রথা ভেঙে এবার তা করা হবে। এত দিন পর্যন্ত রামকৃষ্ণ মঠ ও মিশনে শুধু শ্রী রামকৃষ্ণদেব, মা সারদাদেবী, স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণের অন্য শিষ্য এবং রাম, শ্রী কৃষ্ণ, বুদ্ধ ও যিশুখ্রিস্টের জন্মদিনই পালন করা হতো । কিন্তু রামকৃষ্ণের ভাবান্দোলন প্রচার ও ভারতের প্রতি ভগিনী নিবেদিতার অবদানকে সম্মান-শ্রদ্ধা জানাতে তাঁর জন্মের সার্ধশতবর্ষ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মঠ ও মিশন কর্তৃপক্ষ।
রামকৃষ্ণ মঠ ও মিশনের অছি পরিষদের সভায় গৃহীত সেই সিদ্ধান্ত মোতাবেক ২০১৬ থেকে সারা দেশব্যাপী সঙ্ঘের বিভিন্ন শাখা কেন্দ্রে নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠান হচ্ছে। এর মধ্যে ভারতের ৭৬টি কেন্দ্র ও বিদেশের ৯টি কেন্দ্রে ওই অনুষ্ঠান পালিত হয়েছে। ২৮ অক্টোবর ‘নিবেদিতা স্মরণ’ অনুষ্ঠানটি হবে উত্তর কলকাতায় স্বামীজির বাড়িতে। উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী বাগীশানন্দ, স্বামীপূর্ণাত্মনন্দ ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর পরে ৩০ ও ৩১ অক্টোবর গোলপার্ক রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে ‘নিবেদিতা মনন’ অনুষ্ঠান। এর পাশাপাশি সারা ভারত জুড়েও চলবে অনুষ্ঠান। স্বামী বলভদ্রানন্দ জানান, ২০১৮-র অক্টোবর কিংবা নভেম্বরে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন সারদাপীঠে হবে সমাপ্তি অনুষ্ঠান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*