জেলে হাড় কাঁপানো ঠান্ডার সাফাই লালুর, তবলা বাজানোর পরামর্শ দিলেন বিচারক

দীর্ঘ ২ দিন টালবাহানা চলার পর অবশেষে শুক্রবার ঘোষিত হতে চলেছে পশুখাদ্য কেলেঙ্কারী মামলার রায়। পশুখাদ্য কেলেঙ্কারী মামলায় অভিযুক্ত আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব সহ অনান্য ১৫ জন নেতাকে দোষীসাব্যস্ত করেছে বিশেষ সিবিআই আদালত। কিন্তু সাজা ঘোষণার আগে খবর পাওয়া যাচ্ছে রাঁচি জেলের হাড়কাঁপানো ঠান্ডায় বিপাকে পড়েছেন লালুপ্রসাদ যাদব। তবে ঠান্ডা যতই লাগুক না কেন রসবোধে একটুও কমতি নেই লালুর। বৃহস্পতিবার যখন রাঁচির বিশেষ সিবিআই আদালতে লালুর সাজা ঘোষণার শুনানি চলছে তখন তাঁর রসবোধে হাসিতে ফেটে পড়লো আদালত, বাদ যাননি বিচারকও। এদিন লালু বিচারককে বলেন তিনি কোনও দোষ করেননি। পাশাপাশি তিনি জানান, জেলে প্রচন্ড ঠান্ডা। যা শুনে রীতিমতো হাসিতে ফেটে পড়েন আদালতকক্ষে উপস্থিত সমস্ত মানুষজন। এরপরই বিচারক লালুকে শীত লাগলে তবলা বাজানোর পরামর্শ দেন।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো ও অন্য ১৫ জনকে দোষীসাব্যস্ত করে সিবিআইয়ের বিশেষ আদালত। ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত পশুখাদ্যের নাম করে কোষাগার থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ ওঠে লালুপ্রসাদ যাদব সহ ১৬ জনের বিরুদ্ধে। এই মামলায় তাঁর সর্বোচ্চ সাজা হতে পারে ৭ বছরের সশ্রম কারাদন্ড। এর আগেও পশুখাদ্য সংক্রান্ত অন্য একটি মামলায় লালুপ্রসাদ যাদবকে পাঁচ বছরের কারাবাসের নির্দেশ দেয় সিবিআই আদালত। সেই মামলায় ২০১৩ সালে সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*