র‌্যাঙ্কিংয়ে কোহলি দুই নম্বরে

আন্তর্জাতিক একদিনের ম্যাচে দেশের সঙ্গে সঙ্গে র‌্যাঙ্কিংয়ে নামলেন স্বয়ং ভারত অধিনায়ক। একই ভাবে দেশের মতই শীর্ষে এক দক্ষিণ আফ্রিকান। ছাপিয়ে গেলেন ভারতীয় ব্যাটসম্যানকে। বিরাট কোহালিই এতদিন শীর্ষে ছিলেন। কিন্তু এ বার তাঁকে টপকে গেলেন এবি ডিভিলিয়ার্স। বাংলাদেশের বিরুদ্ধে ২-০তে সিরিজের লিড নিয়েই র‌্যাঙ্কিংয়ে উঠে এলেন এবি।
যেখানে ভারত ও দক্ষিণ আফ্রিকা একই রেটিং পয়েন্টে রয়েছে। সেখানে অবশ্য বিরাটকে ছাপিয়ে এক নম্বরে গেলেন এবি। এ দিন বিরাটের সঙ্গে সঙ্গে র‌্যাঙ্কিংয়ে নামলেন ভারতের আর এক ব্যাটসম্যান রোহিত শর্মাও। পাঁচ থেকে সাত নম্বরে জায়গা হল রোহিতের। ভারতের বোলার যশপ্রীত বুমরাহও একধাপ নেমে রয়েছে ছ’য়ে। অক্ষর পটেলের একধাপ নেমে আটে জায়গা হল। পাকিস্তানের হাসান আলি বোলারদের র‌্যাঙ্কিংয়ে উঠে এলেন এক নম্বরে। পাকিস্তানেরই মহম্মদ হাফিজ বাংলাদেশের সাকিব আল হাসানকে দ্বিতীয় স্থানে নামিয়ে এক নম্বর অল-রাউন্ডার হিসেবে উঠে এলেন। অল-রাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ভারতের হার্দিক পাণ্ড্য রয়েছেন ১৫ নম্বরে, রবীন্দ্র জাডেজা ১৯এ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*