কৌশিক গাঙ্গুলির পরিচালনায প্রসেনজিত এবার কিশোর কুমার জুনিয়র

নিজস্ব প্রতিবেদনঃ এককালে এই বাংলা দেশে কন্ঠী শিল্পীদের দারুন কদর ছিল। কেউ লতা কন্ঠী, কেউ রফি কন্ঠী, কেউ আশা কন্ঠী, কেউ আবার কিশোর কন্ঠী। বিখ্যাত কোনোও সঙ্গীতশিল্পীর নামের আড়ালে কাটিয়ে দিতেন গোটা জীবনটা। হতে পারে তা শিল্পীর প্রতি অন্ধ ভালোবাসা, কিংবা হতে পারে বিখ্যাত কোনও নামকে ধার করে রুজি রুটির সন্ধান করা। যেমন একসময জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন কিশোরকন্ঠী গৌতম ঘোষ। যে কোনও জলসা মাতিযে দিতে ডাক পরত তাঁর। অনেকে নাকি চোখে না দেখেলে বিশ্বাসই করতে পারেতননা আসল কিশোর কুমার নাকি কন্ঠী। বাংলার ইতিহাসে এমন কত যে কন্ঠী এসেছেন আবার হারিযে গিয়েছেন তার ইযত্তা নেই। মঞ্চের বাইের তাঁদের জীবন সংগ্রাম, কষ্ট সেসব আমাদের অজানাই. পরিচালক কৌশি্ক গাঙ্গুপলি বরাবরই চেষ্টা করেন বাস্তব জীবেনর এমন সব শিল্পীদের নিজের ছবিতে ফুটিয়ে তোলার। তা সে শব্দ হোক, বা ছোটদের ছবি। এবার তাঁর ছবির বিষযবস্তু একজন কন্ঠী শিল্পী। লোকে তাঁকে চেনে কিশোর কুমার জুনিয়র নামে। ছবির নামভূমিকাতেও রয়েছে চমক। কিশেোর কুমার জুনিয়রের ভূমিকায থাকছেন প্রসেনজিত চট্টোপাধ্যায। ক্যামেলিয়া প্রোডাকশনস নিবেদিত এই ছবিতে প্রসেনজিত ছাড়াও থাকেছন অপরাজিতা আঢ্য। প্রাক্তন ছবির পর এই ছবিতেও এই দুই অভিনেতার জুটি যে দর্শকদের মনে বাড়তি উৎসাহ যোগাবে তাতে কোনও সন্দেহ নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*