কপিল দেবের ৫৯তম জন্মদিনে রোজদিনের শুভেচ্ছা

ভারতের কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব আজ শনিবার ৫৯ বছরে পদার্পণ করলেন। ১৯৮৩ সালে ভারত তাঁর নেতৃত্বে প্রথম বিশ্বকাপ জয় পেয়েছিলো। ভারতের স্পিনারদের স্বর্ণযুগে পেস বোলারের যে দাপট আন্তর্জাতিক ক্রিকেটে ভারত দেখিয়েছিলো তার প্রধান কৃতিত্বের অধিকারী ছিলেন এই কপিল দেব। তিনি ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম। ভারতীয় দলে খেলার এক বছর পরেই ‘হরিয়ানা হারিকেন’- নামে সকল খেলোয়াড় তথা সমর্থকদের কাছে তিনি সমাদৃত হয়েছিলেন। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান বর্তমান প্রজন্ম তথা আগামী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে চিরটাকাল। ক্রিকেট খেলার প্রতি তাঁর যে স্পিরিট এবং খেলার সাথে সংযুক্ত তাঁর যে ফিটনেস লেবেল তা আজও বর্তমান ক্রিকেটারদের কাছে একটি আদর্শ স্বরূপ। কপিল দেব এখনও খেলার প্রতি অবদান অব্যাহত রাখতে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেগুলি অবশ্যই আগামী বছরগুলোতেও থাকবে। সবচেয়ে বড় কথা তিনি এখন পরামর্শদাতা। তার পরামর্শে আগামীদিনেও তরুণ ক্রিকেটারদের সাথে থাকবে এটা আশা করাই যায়।
১৯৭৮ সালে টেস্ট ক্রিকেটে কপিল দেবের প্রথম অভিষেক হয় পাকিস্তানের বিরুদ্ধে। তার পর তিনি ১৩১টি টেস্ট ম্যাচ খেলেন, যেখানে তিনি ২৯.৬৪ গড়ে ৪৩৪টি উইকেট দখল করেছেন। সাথে তিনি ২৩ বার ভারতের হয়ে পাঁচ উইকেট দখল করার কৃতিত্ব অর্জন করেছেন। এছাড়াও তিনি টেস্টে ৩১.০৫ গড়ে ৫২৪৮ রান করেছেন। একজন আদর্শ পেস বোলারের পাশাপাশি তিনি ব্যাটসম্যান হিসেবেও টেস্টে ৪টি সেঞ্চুরি এবং ২৭টি হাফ-সেঞ্চুরি করেছেন। ক্যারিয়ারের শেষ দিকে কপিলদেব টেস্ট ক্রিকেটে স্যার রিচার্ড হ্যাডলির (৪৩১ উইকেট) রেকর্ড ভেঙে সর্বোচ্চ উইকেট শিকারী (৪৩৪) হন যেটা তাঁর টেস্ট ক্যারিয়ারে আরেকটি পালক বলা যেতে পারে। যদিও পরবর্তী কালে এই রেকর্ড আর অক্ষত ছিলো না। বিশ্বের সেরা অলরাউন্ডারের তালিকায় ইয়ান বোথাম, রিচার্ড হ্যাডলি, ইমরান খান দের সাথে তাঁরও নাম একই আসনে থাকবে।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কপিল দেব ২২৫ ম্যাচে ৩৭৮৩ রান করেছেন এবং ১৪টি অর্ধশতক ও একটি শতক করেছেন। তবে ১৯৮৩ সালে বিশ্বকাপের সময় জিম্বাবোয়ের বিপক্ষে তাঁর অপরাজিত ১৭৫ রান এখনও চিরস্মরণীয়। সেই ম্যাচে অপ্রতিরোধ্য ছিলেন তিনি। তার ঐ ইনিংস গোটা ভারতীয় দলকে প্রভাবিত করেছিলো যার জন্য সেই বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ান হতে পেরেছিলো। একজন বোলার হিসাবে ওয়ানডে ক্রিকেটে তিনি ২৫৩টি উইকেটও নেন।
কিংবদন্তি এই ক্রিকেটারের আরেকটি অনন্য রেকর্ড হল যে তিনি তার ক্রিকেট ক্যারিয়ারে কখনো রান আউট হননি। এছাড়াও, কপিল দেব টেস্ট ক্রিকেটে একমাত্র প্লেয়ার যিনি ৪০০০ রান এবং ৪০০ উইকেট নিয়েছিলেন। টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে তিনি ১০০, ২০০ এবং ৩০০ উইকেট দখল করেছিলেন। ২০১০ সালে তিনি আইসিসির হল অফ ফেমের অন্তর্ভুক্ত হন। ১৬ বছরেরও বেশি সময় ধরে ক্যারিয়ারে কপিল দেব তাঁর ফিটনেস লেভেলে একজন যোগ্যতম ক্রিকেটার ছিলেন।
রোজদিনের তরফ থেকে সর্বকালীন সেরা এই অলরাউন্ডারকে তাঁর ৫৯তম জন্মদিনের শুভেচ্ছা জানাই। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং তাঁর মূল্যবান পরামর্শ আগামী প্রজন্মের ভারতীয় ক্রিকেটারদের আরও সমৃদ্ধ করুক।

তথ্য সংগ্রহেঃ রাজকুমার ঘোষ

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*