কাবুলে বোমা হামলায় ১৩জন মৃত

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের কাছে একটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ মঙ্গলবার টুইটারে বলেন কাবুলে বসবাসকারী সকল ভারতীয়রা সুরক্ষিত আছেন। আক্রমণটি ইসলামিক স্টেট গ্রুপ দ্বারা পরিচালিত এই রকমই দাবি করা হয়েছে। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মুজরো জানান, বিস্ফোরণে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। যে জায়গায় বিস্ফোরন হয়েছে সেখানে বেশ কয়েকটি বিদেশি দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থার দপ্তর রয়েছে।
আক্রমণের কিছু সাক্ষীর সাক্ষ্য অনুযায়ী, বেশ কয়েকটি মৃতদেহ ছিল এবং চারপাশে আহতদের সংখ্যা ছিল। ঘটনার পর সেনাবাহিনী ও বেসামরিক অ্যাম্বুলেন্স আসে। সূত্র থেকে জানা যায়, মার্কিন দূতাবাস থেকে প্রায় ৫০০ মিটার দূরে হামলাটি ঘটেছে, কিন্তু সেখানে নিহত বা আহত বিদেশীদের কোন খবর নেই এখনো পর্যন্ত।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ডালাত ওয়াজিরি বলেন, “আমাদের প্রাথমিক তথ্য অনুযায়ী আত্মঘাতী আক্রমণকারীরা একটি মোটরসাইকেল নিয়ে ছিল। তাদেরকে প্রথম চেকপয়েন্ট ছেড়ে দেওয়া হয় কিন্তু দ্বিতীয় চেকপয়েন্টে আটক করা হয় এবং বিস্ফোরন ঘটায়”। তবে এই প্রথম কোনো বিস্ফোরনের ঘটনা কাবুলে ঘটেছে তেমন নয়। এর আগেও বেশ কয়েকবার কাবুলে কিছু ইসলামিক জঙ্গীগোষ্ঠী দ্বারা বোমা বিস্ফোরণে অনেক প্রাণহানী হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*