কবিতা- জলনুপুর

অনুপ বৈরাগী:

গতরাতে তোমাকে স্বপ্নে দেখলাম

তোমার প্রিয় মূর্তি নদীতে

গোড়ালি ডুবিয়ে দাঁড়িয়ে আছো

নরম রোদের হাসি তোমার মুখে

ফোকাল লেনথ অ্যাডজাস্ট করছে

পাহাড়ের চোখ

ক্লিক ক্লিক : শাটার পড়লো কয়েকবার

তুমি আবার হাসলে

এতক্ষণ ব্রীজের ওপর থেকে দেখছিলাম

তারপর পানকৌড়ির মতো

ঝাঁপ দিলাম

পালক: ডানা:গোটা শরীর আমার

জলনুপুর হয়ে গেলো

আমি ছুঁয়ে যাচ্ছি তোমার নরম পা

যেটুকু ভেজা বালি

ধুয়ে দিচ্ছি বারবার

তবুও তোমাকে জড়াতে পারছি না কিছুতেই

টুকরো টুকরো নুপুর ঝরিয়ে

নুড়ি পাথর বালির ওপর

আলতো পায়ে চলে গেলে পাহাড়ের দিকে

আজ চতুর্দশী : শিবরাত

আমি আসব আর একবার

যদি তুমি আসো আরো একবার শেষ চেষ্টা

তোমার পায়ে জলনুপুর হবো ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*