ট্রাম্পের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন মন্ত্রী জিতেন্দ্র সিং

ভারত অনেক আগে থেকেই সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকার কথা উল্লেখ করেছিল। আমরা নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলাম। আর ট্রাম্পের বক্তব্য ভারতের অবস্থানকে সমর্থন করে। মঙ্গলবার ট্রাম্পের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। পাশাপাশি তিনি আরও বলেন, সন্ত্রাসবাদীরা, সন্ত্রাসবাদীই হয়। কোনও দেশ, কোনও ধর্ম, কোনও জাতিকে ছেড়ে কথা বলে না তারা।

প্রসঙ্গত, সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী, সবরকম সাহায্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। আর তারপর থেকই শুরু হয়েছে চরম বাক-বিতন্ডা। ট্যুইটারে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, দীর্ঘ ১৫ বছর ধরে ইসলামাবাদকে ৩৩ বিলিয়ন ডলার দিয়ে সাহায্য করছে আমেরিকা সরকার। আমরা আফগানিস্তানে সন্ত্রাস নির্মূলের চেষ্টা করছি, আর ইসলামাবাদ সন্ত্রাসের মূল ঘাঁটিতে পরিনত হচ্ছে। সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে। অনেক হয়েছে, আর এসব বরদাস্ত করা যাবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*