অনুমতি না থাকা সত্ত্বেও পার্লামেন্ট স্ট্রীটে মিছিল করলেন জিগনেশ

গুজরাটের বিধায়ক জিগনেশ মেবনির যুব হুঙ্কার র‍্যালির আগে দিল্লির পার্লামেন্ট স্ট্রিটে নিরাপত্তা জোরদার করল পুলিশ। যদিও পুলিশ মিছিলের অনুমতি দেয়নি। তাই মঙ্গলবার সকাল থেকে পার্লামেন্ট স্ট্রিটে ব্যারিকেড করে রাখা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার দিল্লির পুলিশ কমিশনার টুইট করে জানিয়েছিলেন, মেবনি ও তাঁর সমর্থকরা চাইলে পার্লামেন্ট স্ট্রিটের বদলে শহরের অন্যত্র মিছিল করতে পারেন। কিন্তু মেওয়ানি জানিয়েছেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে পার্লামেন্ট স্ট্রিটেই তারা মিছিল করবেন। আজ সকালে মিছিলে যাওয়ার আগে দিল্লির আম্বেদকর পার্কে মেওয়ানি ও তাঁর সমর্থকরা জড়ো হলে পুলিশ সেখান থেকে তাঁদের হটিয়ে দেয়।

জানা গিয়েছে, গত বছরের জুন মাসে হিমাচলপ্রদেশ থেকে পুলিশ দলিতদের সংগঠনের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখরকে গ্রেপ্তার করেছিল। তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশের সাহারানপুরে গোষ্ঠীসংঘর্ষে জড়িত থাকার অভিযোগ রয়েছে। চন্দ্রশেখরের মুক্তি সহ একাধিক ইস্যুতে মঙ্গলবার মিছিলের ডাক দিয়েছেন মেবনি। আর কথা মতই দিল্লির পার্লামেন্ট স্ট্রিটে মিছিল করল মেবনি এন্ড কোং। এদিন দকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুজরাটের বিধায়ক জানান, এটা কেন্দ্রীয় সরকারের একটা চক্রান্ত। তবে আমরা শান্তিপূর্ণ ভাবেই মিছিল করব।

Virus-free. www.avast.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*